Blast in Baranagar: বরানগরে বাড়িতে 'বিস্ফোরণ', নিখোঁজ বৃদ্ধা - বরানগর থানার পুলিশ
🎬 Watch Now: Feature Video
মঙ্গলবার রাতে হঠাৎই বিস্ফোরণের শব্দ কেঁপে উঠল বরানগর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের টিএন চ্যাটার্জী স্ট্রিট এলাকা (Blast in Baranagar)। আতংকিত হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয়রা। তাঁরা জানান, 34 নম্বর টিএন চ্যাটার্জী স্ট্রিটের বাড়িটি বিস্ফোরণের কারণে ভেঙে পড়ে। বাড়িতে সেই সময় ছিলেন সুমিত্রা মাইতি নামে এক 60 বছর বয়সি মহিলা (Missing Old Lady)। তাঁকে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। এই মুহূর্তে ধ্বংসাবশেষ সরিয়ে দমকল ও পুলিশ নিখোঁজ মহিলাকে খোঁজার চেষ্টা চালাচ্ছে।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST