Udayan Replied Sukanta: 'দম থাকলে সিকিউরিটি ছাড়া বের হন', সুকান্তর হুঁশিয়ারির পালটা দিলেন উদয়নও - minister udayan guha hits back
🎬 Watch Now: Feature Video
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙায় বিজেপি কিষাণ মোর্চার আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন তিনি ৷ সেখানে বক্তব্য রাখতে গিয়ে উদয়নকে আক্রমণ করেন সুকান্ত ৷ তিনি জানান, উদয়ন গুহ নিজেকে বড় বীর মনে করে বিজেপির কর্মীদের বাড়ি ঘর ভেঙে নিজে সিকিউরিটি নিয়ে লুকিয়ে থাকে । দম থাকলে সিকিউরিটি ছাড়া বের হন ৷ তাদের কোচবিহারে দিনহাটার কর্মীরা বুঝিয়ে দেবে ৷ একবার হাত ভেঙেছিল এবার অনেক কিছু ভাঙবে ৷ গুন্ডামি বন্ধ করুক। তৃণমূল সময় শেষ হওয়ার জায়গায় এসেছে ৷ গুন্ডামি যত করেছে আসতে আসতে সেখান থেকে অবসর নিক ৷ নইলে বিজেপি শাসিত যোগী রাজ্যের কায়দায় অবসরের ব্যবস্থা করে দেওয়া হবে ৷ আর কোথাউ খুঁজে পাওয়া যাবে না ৷
উদয়ন গুহ এর পালটা সুকান্ত মজুমদারকে হুঁশিয়ারি দিয়ে জানান, ওর ক্ষমতা থাকলে সিকিউরিটি ছাড়া ঘুরে বেরাক । মানুষ ওকে বিবস্ত্র করে দেবে । বাড়াবাড়ি কারা করছে সকলে জানে ৷ বাড়াবাড়ির মোকাবিলা বাড়াবড়ি দিয়ে হবে ৷ কেউ যদি ভাবে দাদাগিরি করে রাজনীতি করবে ৷ তার মোকাবিলা করতে তারা যে ভাষায় কথা বলেন সেই ভাষায় কথা বলা হবে ৷