Salim Over Corruption: দুর্নীতির তদন্তে মমতা-অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরার দাবি সেলিমের - Salim Slams Mamata

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 8:18 AM IST

বুধবার হাওড়ার সারেঙ্গা এলাকায় জনসভা করতে এসে রাজ্যে চলা গরু ও কয়লা-সহ একাধিক দুর্নীতি নিয়ে মুখ খুললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । এদিন তিনি বলেন, "একা অনুব্রত কেন ! গরুপাচারের টাকা কালীঘাটে মমতার কাছে গিয়েছে। ভাইপোর কাছে গিয়েছে । কয়লা পাচারের টাকা ভাইপোর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে। এদের সবার নাম চার্জশিটে রাখতে হবে ৷ প্রয়োজন পড়লে নিজেদের হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। আমরা খুব তাড়াতাড়ি সিবিআই অফিসে অভিযান করব।" 

এছাড়াও বুধবারের সভা থেকে সেলিমের অভিযোগ, "আমাদের রাজ্যের নিম্ন আদালত সঠিকভাবে কাজ করতে পারছে না। পুলিশের উচিত ছিল চোরদের গ্রেফতার করা। সেটা না করে পুলিশ অনুব্রত-অভিষেকদের সুরক্ষা দিচ্ছে। তাই ইডি-সিবিআইকে চোরেদের গ্রেফতার করতে বলা হচ্ছে ।"

পাশাপাশি, সিপিএমের রাজ্য সম্পাদকের আরও দাবি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে সংঘাতের নাটক করে বিশ্ববিদ্যালয় ব্যবস্থাটাকেই তুলে দিতে চাইছে মোদি সরকার। উচ্চ শিক্ষা না পেলে মানুষ হয় ভক্ত হবে না হলে সিন্ডিকেটের সদস্য হবে। এতে দু'পক্ষেরই লাভ। এছাড়াও বিজেপি ও তৃণমূলকে একাংশের সংবাদমাধ্যম সাহায্য করছে বলেও অভিযোগ করেন এই প্রাক্তন সাংসদ। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.