Salim Slams TMC: পঞ্চায়েতে খুনোখুনি চাইলে বাংলার রং নীল-সাদা থাকবে না, লাল হয়ে যাবে; তৃণমূলকে হুঁশিয়ারি সেলিমের - তৃণমূলকে কটাক্ষ সেলিমের
🎬 Watch Now: Feature Video
তৃণমূল-বিজেপি সরকারের জনবিরোধী নীতি, সীমাহীন দুর্নীতি-সহ একাধিক দাবিতে সিপিএমের উদ্যোগে মঙ্গলবার এক জনসভার আয়োজন করা হয় বারাসতের কাছারি ময়দানে । জেলা প্রশাসনের তরফে প্রথমে এই সভার অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করে দেওয়া হয় । যা নিয়ে বিতর্ক তৈরি হয় রাজনীতির অন্দরে । ঘটনা ঘিরে রীতিমতো সরগরম হয়ে ওঠে উত্তর 24 পরগনা জেলার সদর শহর বারাসত । প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জেলা সিপিএম ।
হাইকোর্টের আদেশেই মঙ্গলবার বিকেলে সিপিএমের সেই সভা আয়োজিত হয় নির্দিষ্ট স্থানে । সেই নিয়ে মমতা এবং তাঁর পুলিশ প্রশাসনকে একহাত নেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । এই নিয়ে সরব হতে দেখা গিয়েছে সভায় উপস্থিত সিপিএমের আরেক নেতা সুজন চক্রবর্তীকেও । তিনি তো পুলিশের একাংশকে মমতার চটিচাটা বলেও কটাক্ষ করেছেন । তবে মহম্মদ সেলিমের আক্রমণের কেন্দ্রবিন্দুতে আগাগোড়াই ছিল তৃণমূল এবং বিজেপি ।
তাঁর কথায়,"গত পঞ্চায়েত নির্বাচনে পুলিশ এবং প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুঠ করেছে তৃণমূল । সিপিএমকে নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি । তাই, নবান্ন ও নির্বাচন কমিশনকে বলব 2023 আর 2018 এক নয় । গঙ্গা থেকে অনেক জল বয়ে গিয়েছে । এরপরও যদি খুনের রাজনীতি করে তাহলে বাংলা নীল-সাদা রং লাল হবে । চুলের রংটা লাল হয়ে যাবে । এটা যেন মাথায় রাখে তৃণমূল ।"