Md Salim: পার্থ অবশ্যই দুর্নীতির অন্যতম স্তম্ভ, ষড়যন্ত্রের কিংপিনকে ধরতে হবে; দাবি সেলিমের - ষড়যন্ত্রের কিংপিনকে ধরতে হবে
🎬 Watch Now: Feature Video
সরকারি শূন্য পদে যোগ্য প্রার্থীদের অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, দুর্নীতির কোটি কোটি উদ্ধার, মন্ত্রী, আমলাদের বরখাস্তের দাবি-সহ একাধিক দাবিতে রবিবার সন্ধ্যায় উত্তর কলকাতার তিনটি বড় মিছিল করে সিপিআইএম । রাজ্যের সম্পাদক মহম্মদ সেলিম-সহ এই মিছিলের নেতৃত্ব দেন । সেই মিছিল থেকেই এসএসসি কাণ্ডের(Recruitment scam)কিংপিনকে গ্রেফতারের দাবি জানান সেলিম(Md Salim) ৷ তিনি বলেন, "কোটি কোটি টাকা একার নয় । পৃথিবীতে যত দুর্নীতি হয়েছে, তা ষড়যন্ত্র হয়েছে । একার কম্ম নয় । কিংপিনকে ছিল তা বের করতে হবে । পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) অবশ্যই এই দুর্নীতির অন্যতম স্তম্ভ ।"
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST