Mamata Banerjee: শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে মমতা, দেখলেন খুঁটিনাটি - salboni
🎬 Watch Now: Feature Video
শনিবার বিকেলে শালবনিতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে যোগ দেওয়ীার আগে এদিন দুপুরে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন হাসপাতালের প্রসূতি বিভাগেও যান মমতা ৷ কথা বলেন মায়েদের সঙ্গে ৷ এদিন পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার পর হেলিকপ্টারে পশ্চিম মেদিনীপুরে আসেন মুখ্যমন্ত্রী ৷ এগরার ঘটনায় নিহতের পরিবারের হাতে এদিন আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী, পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও জানান তিনি ৷ মেদিনীপুর সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর গাড়িতে করে তিনি শালবনির উদ্দেশ্যে রওনা দেন । সেখানে দলীয় সভাস্থলে যাওয়ার পথে তিনি শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেন । প্রসূতিদের সঙ্গে কথা বলেন তাঁদের বাচ্চাদের নাম জিজ্ঞেস করেন ৷ সকলের স্বাস্থ্যের খোঁজ নেন ৷ এরপরে তিনি এই হাসপাতালের নার্স ও ডাক্তারদের সঙ্গে ছবিও তোলেন ৷ তারপর ফের গাড়িতে ওঠে রওনা দেন শালবনির সভাস্থলের উদ্দেশ্যে ৷ উল্লেখ্য, এই শালবনিতে আসার পথেই শুক্রবার রাতে গড়শালবননি এলাকায় কুড়মি বিক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কনভয়ে হামলা চালানো হয় ৷