Mamata Banerjee: পাহাড়ে জনসংযোগ মমতার, শিশুদের দিলেন চকলেট - মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15811006-thumbnail-3x2-cm.jpg)
পাহাড় সফরের তৃতীয় দিনেও জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on third day of her Darjeeling tour)। বুধবার সকালে রিচমন্ড হিল থেকে বেরিয়ে ম্যালের আশেপাশে ঘোরেন তিনি । এরপর ম্যাল সংলগ্ন বাজারে যান । সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন । দাম-দর করেন সবজির । সেখান থেকে বেরিয়ে ফের জলাপাহাড় এলাকায় যান । কথা বলেন পাহাড়বাসীদের সঙ্গে । তাদের সঙ্গে কথা বলে অভাব অভিযোগ শোনেন । পাশাপাশি খুদেদের মধ্যে চকলেট বিতরণ করেন । মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি পাহাড়বাসীও ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST