Holi Special Drinks: রং বরসে এবার জমুক আনারসে - পাইনঅ্যাপল স্মুদি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 7, 2023, 6:28 AM IST

একঘেয়ে ফ্রুট জুস থেকে বিরতি চাইলে আপনার জন্য আজকের আনারস স্মুদির রেসিপিটি দারুণ কাজ করতে পারে ৷ হ্যাঁ, মিক্সোলজিস্টদের সুপারিশ অনুসারে আনারস ও কমলালেবু উভয়েই একে অপরের সঙ্গে ভালোভাবে সঙ্গ দেয় ৷ সেই জন্য আমরা আপনার জন্য একধাপ এগিয়ে এই রেসিপিটি এনেছি ৷ মিষ্টি-ট্যাঞ্জি, আনারস ও কমলা স্মুদি ৷ এখানে দুধের পরিবর্তে দই ব্যবহার করা হয়েছে ৷ তাই যারা ল্যাকটোজ অসহিষ্ণুতায় ভুগছেন তাদের কাছে তাপ থেকে বাঁচার জন্য এটি একটি দারুণ উপায় ৷ তবে এটি যে কেবল আনারস দিয়েই বানানো যাবে তা নয়, চাইলে ফল পরিবর্তন করে আপনার নিজস্ব বৈচিত্র্য আনতেই পারেন ৷ তবে আর দেরি কীসের ? এবারের হোলিতেই না হয় প্রথমবার ট্রাই করে দেখুন পাইনঅ্যাপল স্মুদি (Make Pineapple Smoothie at home)৷  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.