Durga Puja 2023: সকালের অঞ্জলি থেকে সন্ধ্যা-আরতি, মহাষ্টমীতে জমজমাট ম্যাডক্স স্কোয়ার - দুর্গাপুজো

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 22, 2023, 7:57 PM IST

মহাষ্টমীর ম্যাডক্স স্কোয়ার মানেই যেন পুজোর প্রাণকেন্দ্র। ম্যাডক্স মানেই আড্ডা, উৎসবের আলোয় দুঃখ ভুলে মেতে ওঠা।  অঞ্জলি থেকে শুরু । গান থেকে নাচ, হরেক খাবারে পেটপুজো মানেই ম্যাডক্স স্কোয়ার । আর এই আড্ডা-আনন্দের মাঝেই অবশ্যই রঙিন হয়ে ওঠে প্রেম ৷ বছরে যে বন্ধুদের সঙ্গে ছ’মাস-ন’মাসে একবার দেখা হয় , ম্যাডক্সে সেই বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ ও আড্ডা প্রায় নিশ্চিত ৷ বালিগঞ্জ সোশাইটির এই পুজোর এক আলাদা ঐতিহ্য রয়েছে ৷ আর সেই ঐতিহ্য বজায় থাকল এ বছরের দুর্গাপুজোর অষ্টমীতেও ৷ সকালে অঞ্জলির পালা মিটিয়ে সন্ধ্যা-আরতি ৷ সকাল থেকে দুপুর, অষ্টমীতে ম্যাডক্স স্কোয়ারে ভিড় সর্বদা ৷ আড্ডা জমেছে ফাটাফাটি ৷ প্রেমিক যুগলের চুপি চুপি গল্প হোক বা বন্ধুরা মিলে গোল বৈঠক! পুজোর ক’দিন চলছে চলবে প্রাণের পুজোর অফুরান আড্ডা ৷ প্রতি বছরের মতো, এ বারেও সেই দৃশ্যের সাক্ষী  হতে হাজির ইটিভি ভারত ৷ ম্যাডক্স স্কোয়ার বললেই এক লহমায় কী মনে পড়ে ? উত্তর দিল এই প্রজন্ম ৷ অনুভূতি প্রকাশ করলেন প্রবীণও ৷ শহরবাসীর মনে ম্যাডক্স চিরকাল । তা প্রমাণিত। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.