Locket Chatterjee: 'বাংলায় কুস্তি,পটনায় দোস্তি', কংগ্রেস-তৃণমূল-সিপিএমকে আক্রমণ লকেটের - বাংলায় কুস্তি
🎬 Watch Now: Feature Video
পটনায় বিজেপি বিরোধী দলের বৈঠক নিয়ে সুর চড়ালেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ শুক্রবার হুগলির পাণ্ডুয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে তিন্নায় এসেছিলেন তিনি ৷ সেখানেই পটনায় আয়োজিত বৈঠক নিয়ে তৃণমূল, কংগ্রস ও সিপিএম-কে একযোগে কটাক্ষ করেন লকেট চট্টোপাধ্যায় ৷
2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন পটনায় বিজেপি বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছিল দেশের সব বিরোধী রাজনৈতিক দলগুলি । এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার, রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, লালু প্রসাদ, সীতারাম ইয়েচুরি-সহ দেশের বিজেপি বিরোধী শীর্ষ নেতারা যোগ দেন ৷
এই প্রসঙ্গে, বিজেপি সাংসদ বলেন, "বাংলায় পঞ্চায়েতে নির্বাচনে কংগ্রেস আলাদা করে প্রার্থী দিচ্ছে । আর পটনায় গিয়ে সবাই এক হয়ে যাচ্ছেন। ওঁরা পটনায় দোস্তি আর এখানে কুস্তি করছেন । সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই এক । ওরা লোকসভার ভোটে বিজেপি বিরোধী জোট করতে চাইছে। তাহলে পঞ্চায়েতে তারা আলাদা করে প্রার্থী দিচ্ছে কেন? কারণ একটাই, ওরা ভোটকে নষ্ট করতে চাইছে। তারা জানে বিজেপিই জিতবে। তাই নানাভাবে প্রার্থী দিয়ে ভোটকে নষ্ট করতে চাইছে ।"