Singer Nirmala Mishra: রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রকে - প্রয়াত সংগীতশিল্পী নির্মলা মিশ্র
🎬 Watch Now: Feature Video
রবীন্দ্র সদনে রবিবার শেষ শ্রদ্ধা জানানো হল প্রয়াত সংগীতশিল্পী নির্মলা মিশ্রকে(Last tribute to singer Nirmala Mishra at Rabindra Sadan) ৷ সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল সেন-সহ অন্যান্য সঙ্গীত শিল্পীরা ৷ এরপর কেওড়াতলা মহাশশ্বানে তাঁকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় ৷ 84 বছর বয়সে শনিবার রাত 12টা 5 মিনিটে চেতলার বাড়িতেই জীবনাবসান হয়েছে সংগীতশিল্পী নির্মলা মিশ্রর । বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর (Nirmala Mishra )।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST