Arunachal Landslide: অরুণাচলে ভূমিধসে ভেসে গেল গাড়ি, কোনওরকমে বাঁচলেন চালক; দেখুন ভিডিয়ো - অরুণাচলে ভূমিধস
🎬 Watch Now: Feature Video
হিমাচল, উত্তরাখণ্ড সহ একাধিক জায়গায় বৃষ্টির জেরে পাহাড়ের বিশাল অংশ ভেঙে রাস্তায় চলে আসছে ৷ তাতে ভেসে যাচ্ছে, মানুষ, ঘড়-বাড়ি, জীবজন্তু ও যানবাহন ৷ এবার একই ঘটনা অরুণাচল প্রদেশে । শুক্রবার সকালে অরুণাচল প্রদেশে ভূমিধসে ভেসে গেল আস্ত একটা গাড়ি । সেই ফুটেজই ভাইরাল । জাতীয় সড়ক 513-তে ভূমিধসের ঘটনা। ওই জাতীয় সড়ক পাসিঘাট ও ইংকংয়কে যুক্ত করে ৷ তাতে দেখা যাচ্ছে একটি চারচাকা লাল রংয়ের গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলেন আচমকায় সেই সময় পাহাড়ের বিশাল অংশ ভেঙে নেমে এল রাস্তায় ৷ অল্পের জন্য প্রাণে বেঁচেছেন গাড়ির ভিতরে থাকা চালক ৷ কোনওরকমে গাড়ির দরজা খুলে তিনি সেখান থেকে বেরোতে সফল হন ৷
ভারতের সূর্যোদয় রাজ্য অরুণাচল প্রদেশে গত তিন দিন ধরে ভারী বৃষ্টি জারি। প্রবল বৃষ্টিতে ওই রাজ্যের বহু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটছে। ভূমিধসের কারণে এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে ৷ তবে এই ঘটনায় কারও প্রাণহানি হয়নি বলে প্রশাসন সূত্রে খবর। আজ সকালে গাড়িটিকে উদ্ধার করে অরুণাচল প্রশাসন। কিছুদিন আগেও টানা বৃষ্টির কারণে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । এবার উত্তর-পূর্বের অরুণাচলও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ।