Lalmatir Haat in Jhargram: সোনাঝুরির আদলে ঝাড়গ্রামে শুরু হচ্ছে লালমাটির হাট
🎬 Watch Now: Feature Video
শীতের মরশুমে (Winter) পর্যটকের ঢল নেমেছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে (Jhargram) । পর্যটকদের কথা মাথায় রেখে বোলপুরের সোনাঝুরির আদলে এবার ঝাড়গ্রামে শুরু হতে চলেছে লালমাটির হাট (Lalmatir Haat) ৷ রবীন্দ্র পার্কে শাল গাছের নীচে বসবে এই হাট । প্রায় শতাধিক মহিলা পসরা সাজিয়ে বসবেন সেই হাটে । আগামী 25 ডিসেম্বর (Christmas) থেকে এই লালমাটির হাট শুরু হবে ৷ চলবে 26 মার্চ অবধি । প্রতি সপ্তাহের রবিবার এই হাট বসবে । বুধবার রবীন্দ্র পার্ক থেকে শুরু করে এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে ঝাড়গ্রাম শহর পরিক্রমা করলেন লালমাটির হাটের সঙ্গে যুক্ত মহিলারা । লাল মাটির এই হাটে পর্যটকদের কথা মাথায় রেখে জঙ্গলমহলের হস্তশিল্পকে তুলে ধরার চেষ্টা করা হবে । এই হাটে শাড়ি, কুর্তি, শীতবস্ত্র, চাদর, ঘর সাজানোর জিনিসের পাশাপাশি থাকবে বিভিন্নরকমের পিঠেপুলি ও বিরিয়ানি ।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST