Duttapukur Blast: দত্তপুকুরে বাজির গবেষণাগার! নেপথ্যে কি নাশকতার ছক? গ্রাউন্ড জিরোতে ইটিভি ভারত

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 2:05 PM IST

thumbnail

রবিবার দত্তপুকুর বিস্ফোরণে কেঁপে ওঠে ৷ আজ, সোমবার এলাকা এখনও থমথমে। যত সময় এগোচ্ছে সামনে আসছে একের পর এক রহস্যঘেরা কাহিনি। সোমবার সকালে দত্তপুকুরে দেখা গিয়েছে আস্ত একটা বাজি তৈরির গবেষণাগার ৷ গতকাল এখানেই ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। আপাদমস্তক একটি বাজির গবেষণাগার চলত এখানে। ঘটনাস্থল ঘুরে দেখল ইটিভি ভারত ৷ ক্যামেরায় দৃশ্যবন্দি হল একের পর এক শিউরে ওঠার মতো ছবি ৷ 

ত্রিপল দিয়ে ঘেরা ওই জায়গা ৷ বাইরে থেকে দেখলে আলাদা করে কিছুই মনে হবে না। কিন্তু ভিতরে এলেই চোখ ধাঁধিয়ে যাবে। অত্য়াধুনিক মেশিন, টেস্টটিউব, অসংখ্য় বিকার, প্রচুর পরিমাণে সলিড ও লিক্য়ুইড রাসায়নিক! গ্লাভস, শিল্ড লাগানো সেফটি হেলমেট চারিদিকে পড়ে রয়েছে ওই গবেষণাগারে ৷ কী ধরনের বাজি তৈরির জন্য রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা চলত এখানে? তবে কি বাজি তৈরির আড়ালে বিরাট নাশকতার জাল বোনা হচ্ছিল? বিষয়টি ভাবাচ্ছে পুলিশকর্তাদেরও। এর পাশাপাশি দত্তপুকুরে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে প্রতি 200 মিটার অন্তরে অন্তর একটি করে বাজি তৈরির পরীক্ষাগার রয়েছে। এখান থেকে উদ্ধার হয়েছে প্রায় তিনটি এমন গবেষণাগার যেখানে রীতিমতো পরীক্ষা করে এই বিস্ফোরক গুলি তৈরি করা হত ৷ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা গেলেও এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ তাঁরা ৷  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.