Kumari Puja: বেহালায় সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়িতে নবমীতে কুমারী পুজো - সাবর্ণ রায়চৌধুরী
🎬 Watch Now: Feature Video
Published : Oct 23, 2023, 4:44 PM IST
সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়িতে নিয়ম মেনেই নবমীর সকালে হল কুমারী পুজো । এ বছর 307 বছরে পা দিল এই বড় বাড়ির পুজো । সাবর্ণ রায়চৌধুরীদের মোট আটটি বাড়িতে দুর্গাপুজো হয় ৷ তার মধ্যে বেহালাতে সাবর্ণ রায়চৌধুরীদের মোট ছয়টি বাড়িতে হয় উমার আরাধনা । বাকি দুটি পুজো হয় বিরাটি এবং নিমতার পাঠানপুরের বাড়িতে । এর মধ্যে বেহালার বড় বাড়ি এবং বিরাটির বাড়িতেই নবমীর সকালে কুমারী পুজো অনুষ্ঠিত হয় । লাল বেনারসিতে আজ সাজানো হয়েছিল বড় বাড়ির কুমারীকে । তাকে কোলে করে শঙ্খ ও ঢাক বাজিয়ে পাখার বাতাস দিতে দিতে নিয়ে আসা হয় পুজো মণ্ডপে । এরপর শুরু হয় পুজো । কুমারীর এক হাতে পদ্ম ৷ অন্য হাত দিয়ে আশীর্বাদ করছেন দেবী ।
এই পুজোর গল্প শোনালেন পরিবারের সদস্য দেবর্ষি রায়চৌধুরী । তাঁর কথায়, 1610 সালে দুর্গাপুজো শুরু হয় রায়চৌধুরী বাড়িতে ৷ এই পুজো শুরু করেন লক্ষ্মীকান্ত রায়চৌধুরী এবং তাঁর স্ত্রী ভগবতী দেবী ৷ বরিশার বাড়িতে প্রথম দুর্গাপুজো শুরু হয় ৷ তারপর বেহালার বড় বাড়িতে পুজোর প্রচলন 1717 সাল থেকে ৷