Koushani with Madan Mitra: দক্ষিণেশ্বর মন্দিরে মদনের সঙ্গে নীল ষষ্ঠীর পুজো কৌশানির - দক্ষিণেশ্বরে মদন মিত্রের সঙ্গে পুজো দিলেন কৌশানি
🎬 Watch Now: Feature Video
নীল ষষ্ঠীর শুভলগ্নে বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গঙ্গায় ডুব দিয়ে পুজো দিলেন কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্র । সঙ্গে ছিলেন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান, পৌরমাতা ও পৌরপিতারা । দীর্ঘ কয়েক বছর করোনার কারণে যে হারে মানুষ অসহায়তার মধ্যে দিয়ে জীবনযাপন করেছে সেই দুঃস্বপ্ন যেন আবার ফিরে না আসে সেই কামনা করলেন মদন মিত্র । পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি বলেন, "ফাঁকা গোলে নির্বাচন হবে এবার ৷ খেলায় টাইব্রেকার হচ্ছে অথচ গোলকিপার নেই ৷ তাহলে আমি কাকে মারব ৷ দূর থেকে আঙুল তুলে মানুষ দেখাবেন এই যে ভোট দিয়েছি ৷ এমন ভোট হবে যা মানুষ আগে কখনও দেখেননি ৷"
অন্যদিকে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় জানান, নীল ষষ্ঠীর দিনে দক্ষিণেশ্বরে পুজো দিতে আসতে পারায় ভীষণ খুশি তিনি ৷ পাশাপাশি মদন মিত্র থাকলে এলাকায় কোনও সমস্যা না হওয়ার কথাও বলেন ৷ এদিন একটি শিবলিঙ্গকে নিয়ে গঙ্গায় নামেন তাঁরা ৷ এরপর বিধায়ক ডুব দেন গঙ্গায় ৷ তারপর একসঙ্গে তাঁরা পুজো দেন মন্দিরে ৷