দক্ষিণের 'নতুন পার্ক স্ট্রিট' পাটুলি ঝিলপাড়, বছরের শুরুতেই উপচে পড়ল ভিড় - patuli jhil park

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Jan 2, 2024, 1:03 PM IST

New Year Celebration: বছর খানেক ধরেই জনপ্রিয় হয়ে উঠেছে পাটুলি ঝিল সংলগ্ন এলাকা। সুন্দর মনোরম পরিবেশে বাহারি আলোর রোশনাইয়ে নানা ধরনের খাবারের স্টল ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে এখানে।  চারদিক সুন্দর করে সাজানো। তার মাঝে বসার জায়গা, সেলফি জোন। সারা দিনের ক্লান্তি ভোলাতে কমবয়সি হোক বা বৃদ্ধ সন্ধেবেলা এখন তাঁদের গন্তব্য পাটুলি ঝিল সংলগ্ন এলাকা। নতুন বছরের শুরুর দিনে ভিড়ে ঠাসা পাটুলি ঝিল পাড় ৷ এখানেই নতুন ধাঁচে গড়ে উঠেছে ফুড স্ট্রিট। এর পোশাকি নাম, 'কলকাতা ফুড ওয়াক'। নয়া এই ফুড স্ট্রিট তৈরিতে বরাদ্দ হয়েছে প্রায় এক কোটি টাকা। 

জানা যায়, মূলত পর্যটনের প্রসারের স্বার্থেই তৈরি হচ্ছে এই ফুড স্ট্রিট। আর বছরের শুরুতেই জনজয়ারে ভাসল সেই জায়গা। ভিড়ের ছবি দেখলে মনেই হতে পারে দক্ষিণের একটুকরো পার্ক স্ট্রিট। ফুড স্টল গুলোয় খাবার কেনার হিড়িক থেকে গরম চায়ে চুমুক দেওয়া ৷ এখানেই শেষ নয়, রেশমি কাবাব, টিক্কা কাবাব বা শীতের সন্ধ্যায় চিকেন চিজ মোমোর স্বাদ চেকে দেখছেন ঘুরতে আসা দর্শকরা। শুধু টালিগঞ্জ, যাদবপুর, বাঁশদ্রোণী, কুঁদঘাট এলাকা নয় কলকাতার অন্য বহু জায়গা থেকেই এখানে সন্ধ্যার দিকে সুন্দর সময় কাটাতে আসছেন বহু মানুষ। এই জায়গায় আসছেন মিউনসিপ্যালিটি ও পঞ্চায়েত লাগোয়া এলাকার বহু মানুষ। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.