Durga Puja 2022: নাগরদোলা থেকে পুতুল, মণ্ডপ সজ্জায় ‘আনন্দধারা’ - Chunchura Panchanantala puja
🎬 Watch Now: Feature Video
29তম বর্ষে চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি (Durga Puja 2022)-র থিম 'আনন্দধারা'। করোনাকালে মানুষের দৈনন্দিন জীবন থেকে আনন্দ হারিয়ে গিয়েছিল। হতাশায় ভুগছিলেন অনেকেই ৷ সেখান থেকেই মুক্তি দিতে শিল্পী দেবদীপ পাল ও সৌরভ ঘোষের ভাবনায় মণ্ডপ সজ্জায় তুলে ধরা হয়েছে ‘আনন্দধারা’।মণ্ডপে প্রবেশ পথে রয়েছে নাগরদোলা ছাড়াও আছে রাজস্থানের জয়পুরের পুতুল । পাশাপাশি বীরভূম বাঁকুড়া জেলার হস্ত শিল্পের তৈরি বহু মডেল দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটি (Chunchura Panchanantala Durga puja)। গোটা মণ্ডপের সঙ্গে সাদৃশ্য রেখেই আবহ সংগীত দিয়ে মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST