King Cobra Recovered: জলপাইগুড়ি লোকালয়ে কিং কোবরা, উদ্ধার করল পরিবেশ প্রেমী সংগঠন - জলপাইগুড়ি লোকালয়ে কিং কোবরা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 6:52 PM IST

ফের লোকলয় থেকে উদ্ধার হল কিং কোবরা । শনিবার রামশাই চাকুলার হাটে বেগুন খেত থেকে উদ্ধার করা হয়েছে কিং কোবরা সাপটিকে ৷ ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা এসে বিশালাকার এই কিং কোবরাটি উদ্ধার করে নিয়ে গিয়েছে । কিং কোবরা সাপ লোকালয়ে চলে আসার খবর পেয়েই এলাকায় চাঞ্চল্য ছড়ায় । খবর দেওয়া হয় গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মীদের । ঘটনাস্থলে পৌঁছয় গরুমারা জাতীয় উদ্যানের বন কর্মীরা । খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের ।  

সংগঠনের সম্পাদক নন্দু রায়ের নেতৃত্বে অমল রায় ও প্রদীপ রায়রা রামশাইতে পৌঁছন । গিয়ে দেখেন স্থানীয় একটি বেগুনের খেতে কিং কোবরাটি রয়েছে । সাপটিকে দেখতে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায় ৷ এরপর ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় স্থানীয় বাসিন্দাদের সচেতেন করেন । কিং কোবরা অত্যন্ত বিষধর সাপ । ফলে কাউকে সামনে না আসার জন্য তিনি অনুরোধ করেন । এরপর কিছুক্ষনের মধ্যেই সাপটিকে  ধরে ফেলেন তিনি । পরে গরুমারা জাতীয় উদ্যানের গিয়ে কিং কোবরাটিকে ছেড়ে দেওয়া হয় বলে নন্দু রায় জানান ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.