Kerala Boat Capsize: ছুটির সন্ধ্যায় বিষাদ নামল নৌকাডুবিতে, কেরলে আজ ঘোষিত সরকারি শোক

By

Published : May 8, 2023, 2:57 PM IST

thumbnail

ছুটির দিনে শিশুদের নিয়ে নৌকা বাইচে সওয়ার হয়েছিলেন অনেকেই ৷ কিন্তু অদৃষ্টে যে এমন মর্মান্তিক পরিস্থিতি আছে তা আর কে জানত ৷ রবিবারের সন্ধ্যা 7টা ঘটল অঘটন ৷ উলটে গেল যাত্রীবোঝাই সেই নৌকা ৷ সপ্তাহশেষের ছুটির আনন্দ এক লহমায় পরিণত হল বিষাদে ৷ রবিবার রাতে এই ঘটনা ঘটে কেরলের মালাপ্পুরম জেলার থুভাল থিরাম সমুদ্র সৈকতের কাছে ৷ পরিস্থিতি ভয়াবহ ৷ এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 22 ৷ তবে তা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা ৷ এনডিআরএফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ আজ থেকে কাজ শুরু করেছে নৌ বাহিনীর কপ্টার ৷ আজ সোমবার ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ৷ সেখানে নিহতদের পরিজন ও হাসপাতালে ভর্তি আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন ৷ আজ কেরলে ঘোষিত সরকারি শোক ৷ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধি, সকলেই এই ঘটনায় শোকবার্তা জানিয়েছেন ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে ৷   

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.