Kanyashree Park in Durgapur: দুর্গাপুরে গড়ে উঠতে চলেছে কন্যাশ্রী পার্ক - দুর্গাপুরে গড়ে উঠতে চলেছে কন্যাশ্রী পার্ক
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15811146-346-15811146-1657701112313.jpg)
দুর্গাপুরে 16 লক্ষ টাকা ব্যয় করে পৌরনিগমের আর্থিক আনুকূল্যে গড়ে উঠতে চলেছে কন্যাশ্রী পার্ক । পৌরনিগমের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহায় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পরিত্যক্ত জমিতে তৈরি করা হবে এই পার্ক(Kanyashree Park to built in Durgapur) । বুধবার কন্যাশ্রী পার্কের কাজের সূচনা করা হয় । কাউন্সিলর মানস রায়-সহ এলাকার কন্যাশ্রীরা এই কাজের সূচনা করেন ৷ এই পার্কে থাকবে বসার জায়গা, বাচ্চাদের খেলার সরঞ্জাম, দোলনা-সহ ফুল ও ফলের গাছ । এলাকার কন্যাশ্রীরা যেমন এই পার্কে খেলা করতে পারবে ঠিক তেমনই স্থানীয়রাও মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন । এখানে বাচ্চাদের জন্যও তৈরি হবে নিরাপদ জায়গা ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST