Kalpataru Utsav 2023: বছরের শুরুতে কল্পতরু উৎসবে দক্ষিণেশ্বরে মানুষের ঢল

🎬 Watch Now: Feature Video

thumbnail
দিনটি ছিল 1886 সালের 1 জানুয়ারি। কথিত রয়েছে বিশেষ এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে দাঁড়িয়ে কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, 'তোমাদের চৈতন্য হোক।' সেসময় তাঁর সামনে উপস্থিত ভক্তদের আলাদা আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। তারপর থেকেই বিশেষ এই দিনটি কল্পতরু উৎসব (Kalpataru Utsav) হিসেবে পালিত হয়ে আসছে । একদিকে নতুন বছরের সূচনা এবং আর একদিকে কল্পতরু উৎসবকে ঘিরে প্রতি বছরই লাখো ভক্তের সমাগম হয় দক্ষিণেশ্বর (Dakshineswar Temple) মন্দিরে । মঙ্গলারতি, মায়ের স্নান এবং রীতি মেনে পুজোর পর ভক্তদের পুজো দেওয়া শুরু হয়েছে । যা চলবে রাত সাড়ে ন'টা পর্যন্ত । এদিনের পুজো উপলক্ষে মন্দিরের নিরাপত্তায় থাকছে আটশোর বেশি পুলিশ কর্মী।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.