Kali Puja 2023: ফিরিঙ্গি কালীবাড়িতে ভক্তদের সমাগম, দেখুন ভিডিয়ো
🎬 Watch Now: Feature Video
500 বছর আগে বর্তমান মধ্য কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ ছিল শ্মশান। তখন মধ্য কলকাতায় ছিল পর্তুগিজ সাহেব অ্যান্টনির মামাবাড়ি। স্ত্রী সৌদামিনিকে নিয়ে এখানে এসে থাকতেন অ্যান্টনি সাহেব। পরে স্ত্রী সৌদামিনির কথাতেই শিবলিঙ্গের পাশে সিদ্ধেশ্বরীর মূর্তি স্থাপন করেন তিনি। কবিয়াল হিসাবে খ্যাতি অর্জনের পরেও এই মন্দিরে আসতেন অ্যান্টনি ফিরিঙ্গি। তাঁর নামানুসারেই লোকমুখে এই কালীমন্দির পরিচিতি পায় ফিরিঙ্গি কালীবাড়ি নামে। সেই থেকে ঐতিহ্য মেনে ফিরিঙ্গি কালীবাড়িতে পূজিত হন মা।
যদিও মন্দির কর্তৃপক্ষের মতে, বাঙালি মেয়েকে বিয়ে করার পর অ্যান্টনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন। সেইসময় এখানে শিবের উপাসনা হত। সেখানেই মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন অ্যান্টনি কবিয়াল। কলকাতার এই ফিরিঙ্গি কালীবাড়িতে দই এবং রাবড়ি ভোগ ছাড়া পুজোই হয় না। কালীপুজোর পরের দিন রয়েছে অন্নকূটের চলও। এখন এই মন্দিরের সেবায়েতের ভূমিকায় রয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার। এই মন্দিরে কালী প্রতিমা ছাড়াও শীতলা, মনসা, দুর্গা ও শিব মূর্তি রয়েছে।
ফিরিঙ্গিকালীর মন্দিরেও রয়েছে কালীর সিদ্ধেশ্বরী রূপের বিগ্রহ। জানা যায়, প্রতিষ্ঠাকাল সময়ের মূর্তিটা ছিল মাটির তৈরি। বর্তমান মূর্তি অবশ্য কংক্রিটের তৈরি। সিদ্ধেশ্বরী কালী ছাড়াও রয়েছে অষ্টধাতুর দুর্গা, জগদ্ধাত্রীর বিগ্রহ ও নারায়ণ শিলা নিত্যপুজো ছাড়াও বছরে বেশ কয়েকটা তিথিতে এই কালীর পুজো হয়।