Lakshmi Puja 2023: লক্ষ্মীপুজোয় পাঁচালি পড়ে আন্দোলন চাকরিপ্রার্থীদের - Lakshmi Puja 2023
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/28-10-2023/640-480-19880653-thumbnail-16x9-image-aspera.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Oct 28, 2023, 7:11 PM IST
|Updated : Oct 28, 2023, 8:13 PM IST
যখন বাড়ি বাড়ি চলছে লক্ষ্মীর আরোধনা, তখন রাস্তায় বসে আন্দোলন করছেন ডিএ, টেট, এসএসএসি, গ্রুপ ডি, আপার প্রাইমারির প্রার্থীরা ৷ শনিবার কোজাগরী লক্ষ্মীপুজোর দিন আপার প্রাইমারি এবং টেটের মঞ্চেই পুজোয় মাতলেন তাঁরা ৷ সেখানে সুর করে পড়া হল পাঁচালি । যার মধ্যে দিয়ে চাকরি বিতর্কে দ্রুত যবনিকা টানার আবেদন করেছেন এইসব প্রার্থীরা । অন্যদিকে, আরেকটি মঞ্চে একজন আন্দোলনকারীকে লক্ষ্মী ঠাকুর সাজিয়ে চলল পুজো এবং গিটার বাজিয়ে করা হল পাঁচালি ও গান । পাঁচালির মধ্যে দিয়ে আন্দোলনের বার্তা দিলেন প্রার্থীরা । চাকরিপ্রার্থীদের দুর্দশার কথাও উঠে এল তাঁদের গান ও পাঁচালিতে ৷ শহিদ মিনার থেকে মাতঙ্গিনী হাজরার মূর্তি পর্যন্ত সরণিতে লাগাতার আন্দোলন করে চলেছেন চাকরিপ্রার্থীরা ৷ নিজেদের দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন পোস্টার টাঙিয়েছেন । তাতে কোনওটায় লেখা, প্রতিশ্রুতি নয় চাকরি চাই ৷ আবার কোনওটায় লেখা, চরম বঞ্চনার বিচার চাই, ঘরের লক্ষ্মী আজ পথে বসে, ঘরের লক্ষ্মী আজ লক্ষ্মীছাড়া ৷ এই ছবি ধরা পড়ল এ দিন ৷