Jawan Saves Traveller Life: চলন্ত ট্রেন থেকে পরে যাওয়া যাত্রীকে বাঁচিয়ে 'হিরো' আলিপুরদুয়ারের আরপিএফ জওয়ান
🎬 Watch Now: Feature Video
চলন্ত ট্রেনের প্লাটফর্মে আচমকাই পড়ে যান এক যাত্রী ৷ ট্রেনের নিচে যাওয়ার আগেই হাত ধরে তাঁকে প্রাণে বাঁচান কর্মরতা আরপিএফ জওয়ান ৷ গতকাল ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশন রেলওয়ে ষ্টেশনে। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের আরপিএফ সূত্রে জানা গিয়েছে, জওয়ান সীতারাম যাদব বুধবার চলন্ত 13248 আপ কামাক্ষ্যা এক্সপ্রেসের দরজা থেকে পরে যাওয়া যাত্রীকে টেনে তুলে বাঁচান। সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সাহসিকতার সেই ছবি ৷ দেখা গিয়েছেন, কামাক্ষ্যা থেকে রাজেন্দ্র নগর(বিহার) ক্যাপিটাল এক্সপ্রেসের এক যাত্রী ট্রেন থেকে পরে যান। তিনি চলন্ত ট্রেন ও প্লাটফর্মের মাঝে ঢুকে যাচ্ছিলেন। তাঁকে জংশন রেলওয়ে স্টেশনের আরপিএফ জওয়ান টেনে তুলে নেন। ফলে তিনি জীবন ফিরে পান। আলিপুরদুয়ার জংশন রেলওয়ে স্টেশন আরপিএফ আধিকারিক আদিত্য মিনা জানান, আমাদের আরপিএফ জওয়ান চলন্ত ট্রেন থেকে পরে যাওয়া যাত্রীকে বাঁচিয়েছেন। আমরা সেই জওয়ানের জন্য গর্বিত। এর আগেও একাধিকবার আরপিএফ কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন অনেক যাত্রী ৷ তবে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে ৷ অনেক সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে দুর্ঘটনার খবর সামনে আসে ৷ তবে এ যাত্রায় জওয়ানের তৎপরতায় প্রাণ ফিরে পেয়েছেন ওই যাত্রী ৷