Janmashtami 2023: জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণকে এক লক্ষেরও বেশি লাড্ডু নিবেদন দুর্গাপুর ইসকনে - Janmashtami celebration at ISKCON temple

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 5:20 PM IST

শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে আজকেই বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব । তবে বৈষ্ণব মতে আগামিকাল মহাসমারহে এই জন্মাষ্টমী উৎসব পালিত হবে দুর্গাপুরের ইসকন মন্দিরে ৷ তাই জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর । নানা রঙের ফুল ও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকাও । বৃহস্পতিবার দুর্গাপুরের ইসকন মন্দিরে সমাগম হবে হাজার হাজার ভক্তের । কিন্তু এবারের জন্মাষ্টমীতে আলাদা কী কী থাকছে সেখানে, জানালেন দুর্গাপুর ইসকন মন্দিরের প্রধান পরিচালক ঔদার্য দাস প্রভু ৷  

তাঁর কথায়, এবছর কৃষ্ণের আবির্ভাব তিথির 5 হাজার 249তম বর্ষপূর্তি ৷ বিগত বছরে ওড়িশার রেল-সহ বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে ৷ তাতে বহু মানুষের প্রাণহানি হয়েছে । তাদের আত্মার শান্তি কামনার্থে এবং আগামিদিনে গোটা বিশ্ব যেন দুর্ঘটনা মুক্ত থাকে, তার কামনায় এক লক্ষ এক হাজার একশো আটটি তুলসী পাতা অর্পণ করা হবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে। একইসঙ্গে সমপরিমাণ লাড্ডু নিবেদন করা হবে ভগবানকে। পরে সেই মহাপ্রসাদ বিতরণ করা হবে ভক্তদের উদ্দেশে। এছাড়াও দুর্গাপুর ইসকনের মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে জন্মাষ্টমী। দুর্গাপুরের এই উৎসবকে কেন্দ্র করে মোতায়েন প্রচুর পুলিশ। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.