Durga Puja 2022: বৃষ্টির মধ্যেও ভিড় বোলপুরের জাম্বুনি সর্বজনীনের মণ্ডপে - ভিড় বোলপুরের জাম্বুনি সর্বজনীনের মণ্ডপে
🎬 Watch Now: Feature Video
মহাসপ্তমীর (Maha Saptami) সকাল থেকেই আকাশের মুখ ভার ৷ হালকা বৃষ্টিরও দেখা মিলেছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ কিন্তু তা কোনওভাবে মানুষের আনন্দে ভাঁটা ফেলতে পারেনি ৷ আর বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে বোলপুরে জাম্বুনী সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে(Jambuni Sarbojanin Durga puja) ৷ এই পুজো মণ্ডপ জুড়ে আদিবাসী, সাঁওতাল জনজাতির জীবনযাত্রার চিত্র নিঁখুতভাবে বর্ণিত হয়েছে । এছাড়া, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীগুলিও চিত্রকলার মধ্যদিয়ে তুলে ধরা হয়েছে । আর তা দেখতে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছে এই মণ্ডপে (Bolpur Puja Mandap) ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST