প্রায় শেষ সিল্কিয়ারায় খননকাজ, পুজোয় বসলেন আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স - international tunneling expert Arnold Dix
🎬 Watch Now: Feature Video
Published : Nov 28, 2023, 3:49 PM IST
|Updated : Nov 28, 2023, 4:43 PM IST
Arnold Dix: প্রায় শেষের পথে উত্তরকাশীর সিল্কিয়ারার সুরঙ্গে আটকে থাকা 41 জন শ্রমিকদের উদ্ধার কাজ ৷ মঙ্গলবার দুপুরে সরকারি সূত্রে জানানো হয়েছে, ড্রিলিং করে 60 মিটার দীর্ঘ যে পাইপ বসানোর কাজ চলছিল, তা প্রায় শেষ, আর 2 মিটার খননকাজ বাকি রয়েছে ৷ উদ্ধারকারী দল টানেলের ভিতরে পৌঁছেছে ৷ টানেলের বাইরে রাখা হয়েছে প্রচুর অ্যাম্বুলেন্সও ৷ এদিন উদ্ধারকাজ প্রায় শেষের মুখে চলে আসতেই পুজোয় বসতে দেখা গেল আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সকে ৷ 12 নভেম্বর ওই নির্মীয়মাণ ওই টানেলের একাংশ ভেঙে ভিতরে আটকে পড়েন 41 জন শ্রমিক ৷ তাদের উদ্ধারকাজে তদারকি করতে ডেকে পাঠানো হয় আন্তর্জাতিক টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সকে ৷ মূলত তাঁর পরামর্শেই এই উদ্ধারকাজ গতি পেয়েছে ৷ এদিন তাই উদ্ধারকাজের প্রায় শেষলগ্নে শ্রমিকদের মঙ্গল কামনায় সুড়ঙ্গের বাইরে একটি অস্থায়ী মন্দিরে পুরোহিতের সঙ্গে পুজোয় বসতে দেখা যায় অস্ট্রেলিয়া নিবাসীকে ৷ সিল্কিয়ারার টানেল দুর্ঘটনার পরেই শ্রমিকদের মঙ্গল কামনায় ক'দিন আগে স্থানীয়দের উদোগে এই অস্থায়ী মন্দির তৈরি হয়েছিল ৷ জানা গিয়েছে, আর কয়েক ঘণ্টা পরেই ওই আটকে থাকা শ্রমিকদের পাইপের ভিতর দিয়ে বাইরে বের করে আনা হতে পারে ৷