মহারণের জন্য আমেদাবাদ পৌঁছল টিম ইন্ডিয়া, দেখুন ভিডিয়ো - টিম ইন্ডিয়া
🎬 Watch Now: Feature Video
Published : Nov 16, 2023, 10:59 PM IST
|Updated : Nov 17, 2023, 9:42 AM IST
অন্তিমদিনের অপেক্ষা আর তিনদিন ৷ আগামী রবিবার, 19 নভেম্বর শেষ হচ্ছে দেড় মাস ধরে চলা ক্রিকেট বিশ্বযুদ্ধ ৷ ফাইনাল মুখোমুখী ভারত-অস্ট্রেলিয়ার ৷ 12 বছর পর ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত। চেন্নাই থেকে যে বিজয়রথ শুরু হয়েছিল, তা এখনও ছুটছে। মুম্বইয়ে নিউজিল্যান্ডকে 70 রানে হারিয়ে ফাইনালে উঠেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আর বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে দ্বিতীয় সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে বিশ্বকাপ ফাইনালের টিকিট হাতে পেয়েছে অস্ট্রেলিয়া ৷ তাই মুম্বই ছেড়ে আমেদাবাদে অজি 'বধ' করতে তৈরি 'মেন ইন ব্লু' ৷
বৃহস্পতিবার সন্ধেয় আমেদাবাদ বিমানবন্দরে খোশমেজাজে দেখা যায় রোহিতবিগ্রেড ৷ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর থেকে প্রধান কোচ রাহুল দ্রাবিড়-সহঅধিনায়ক রোহিত শর্মা, কোহলি, জাদেজা ও পুরো দলকে আমেদাবাদ বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে উঠতে দেখা গিয়েছে। বিমানবন্দরে, অধিনায়ক রোহিত শর্মাকে ভক্তদের দিকে হাত নাড়তে দেখাও গিয়েছে ৷ অগণিত ক্রিকেটপ্রেমীরা এদিন তাঁদের প্রিয় খেলোয়াড়দের এক ঝলকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। উল্লেখ্য, কিছুদিন আগেও ভারত-পাক ম্যাচের সময়তেও আমেদাবাদে ক্রিকেটপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সেই ছবি ফিরছে এবার ফাইনালে।