International Yoga Day 2023: বরফে ঢাকা পর্বতশৃঙ্গে ভারতীয় সেনাদের যোগ দিবস উদযাপন - ভারতীয় সেনাদের যোগ দিবস উদযাপন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 21, 2023, 8:53 PM IST

আজ নবম আন্তর্জাতিক যোগ দিবস ৷ রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ-সকলেই সামিল যোগ দিবস পালনে। দিনটি পালন করল ভারতীয় সেনাও। দুর্গম পাহাড় থেকে বরফে মোড়া হিমশৈলে বিশ্ব যোগ দিবসে পালন করল ইন্ডিয়ান আর্মি । ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের জওয়ানরা বিশ্ব যোগ দিবসে অংশ নেন বুধবার ৷ উত্তরবঙ্গ ও সিকিমের বিভিন্ন সেনা ছাউনিতে পালন হয় যোগ দিবস ৷ দুর্গম পাহাড়, বরফের চাদরে মোড়া সিকিমের পাহাড়েও যোগ দিবসে অংশ নেন সেনা জওয়ানরা ৷ সেনা ছাউনির পাশাপাশি ইন্দো-চিন সীমান্তেও পালন হয় যোগ দিবস ৷ 

একইভাবে যোগ দিবস পালন হয় ইন্দো-নেপাল সীমান্তেও ৷ খড়িবাড়িতে ইন্দো-নেপাল সীমান্ত সংলগ্ন মেচিন্দীর সেতুতে যোগ দিবস পালন হয় ৷ এসএসবির 41 নম্বর ব্যাটেলিয়নের তরফে ওই যোগ দিবসের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এসএসবির আইজি শিলিগুড়ি ফ্রন্টিয়ার সুধীর কুমার, ডিআইজি মনজিৎ সিং পাড্ডা, নেপালের ঝাপার এসপি দেবরাজ আরিয়াল-সহ অন্যান্যরা। যোগব্যায়ামে উপকারিতা, মানসিক ও শারীরিক দিক থেকে এর কী কী উপকার রয়েছে, আধ্যাত্মিকতার সঙ্গে এর কী সংযোগ, পুরো বিষয়টিই তুলে ধরতে পালিত হয় এই দিনটি। 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.