Human Skull Rescued: নর্দমা পরিষ্কার করতে গিয়ে নরকঙ্কালের খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়িতে - নালা পরিষ্কার করতে গিয়ে উদ্ধার নরখুলি
🎬 Watch Now: Feature Video
নিকাশি নালা সাফাইয়ের সময় নরকঙ্কালের খুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ির 12 নম্বর ওয়ার্ডে ৷ মঙ্গলবার সকালে পৌরসভার সাফাই কর্মীরা নালা পরিষ্কারের সময় ওই খুলি উদ্ধার করেন (Human Skull Rescue From a Drain in Siliguri)। নিমেষের মধ্যে চাউর হয়ে যায় সেই খবর ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালে পৌরনিগমের কর্মীরা নালা সাফাইয়ের কাজ শুরু করেছিলেন 12 নম্বর ওয়ার্ডে (Siliguri News)। সাফাইয়ের কাজ চলাকালীন কর্মীদের চোখে পড়ে নালার মধ্যে একটি খুলি পড়ে রয়েছে । তৎক্ষণাৎ স্থানীয় কাউন্সিলর ও পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটিকে উদ্ধার করে ৷ সেটি ময়নাতদন্তের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে । স্থানীয় কাউন্সিলর বাসুদেব ঘোষ জানান, সম্প্রতি শিলিগুড়িতে বৃষ্টি হয়েছিল। তার জেরে প্রতিটি নালার জলস্তর বৃদ্ধি পেয়েছিল। সে সময়ই হয়তো ওই খুলিটি অন্য কোনও জায়গা থেকে ভেসে এসেছে। তবে পুলিশি তদন্তে সবকিছু পরিষ্কার হবে। প্রাথমিক তদন্তে অনুমান এটি মানুষেরই মাথার খুলি । তবে আসল না প্লাস্টিকের সেটা এখন পরিষ্কার নয়। পরীক্ষা-নিরীক্ষার পর তা স্পষ্ট হবে । এর আগে 20 নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরী নদীতে নরকঙ্কাল ও 18 নম্বর ওয়ার্ডের একটি বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছিল খুলি। ফের নর্দমা থেকে নরখুলি উদ্ধারের ঘটনা আতঙ্কিত শহরবাসী ।