thumbnail

Bankura Weather: 42 ডিগ্রিতে পারদ ! বেলা 12টাতেই নিঝুম বাঁকুড়া

By

Published : Apr 14, 2023, 2:32 PM IST

Updated : Apr 14, 2023, 5:53 PM IST

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই । সেই অনুযায়ী বিগত কয়েকদিন ধরেই বাঁকুড়ায় একটু একটু করে চড়ছিল পারদ । বৃহস্পতিবার তাপমাত্রা 42 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে । আজ শুক্রবার সকাল থেকে ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ । প্রবল গরমে কার্যত নাভিশ্বাস দশা জেলাবাসীর । হু হু করে বইছে লু ৷ ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ।

সকাল 11টা বাজতে না বাজতেই কার্যত শুনশান হয়ে যাচ্ছে বাঁকুড়ার রাস্তাঘাট । তাপপ্রবাহের কারণে রাজ্যের শিক্ষা দফতরও গ্রীষ্মের ছুটিকে এগিয়ে আনার চিন্তা-ভাবনা করছেন । শুক্রবার দুপুর 12টা নাগাদ বাঁকুড়া জেলার তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছে ৷ আগামী দিনে তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রিও ছুঁতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতর । আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে । খুব প্রয়োজন না-হলে দুপুরে রাস্তায় বেরোতে নিষেধ করছেন চিকিৎসকরা ৷ এই অবস্থায় রীতিমত কালঘাম ছুটছে সারা জেলাবাসীর । তীব্র দাবদাহ থেকে কবে মুক্তি মিলবে ? সেই অপেক্ষাতেই দিন গুনছেন সকলে ৷ 

Last Updated : Apr 14, 2023, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.