Hanskhali rape update: আজ হাঁসখালিতে শুভেন্দু-অধীর, সবাই চলে গেলে হামলার আশঙ্কা মৃতার পরিবারের - হাঁসখালিতে শুভেন্দু অধিকারী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 12, 2022, 3:25 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

শাস্তি দিয়ে কী হবে ? আপনারাতো খবর করে চলে যাবেন ৷ পরে আক্রমণ হলে চাপ সামলাবে কে । তখন পুলিশও আসবে না । চাঞ্চল্যকর দাবি হাঁসখালিতে ধর্ষণে (Hanskhali rape update) মৃত নাবালিকার পরিবারের । তাঁদের চোখেমুখে এখনও আতঙ্কের ছাপ ৷ সাংবাদিকদের সামনে ভয়ে কথাই বলতে চাইছেন না পরিবারের কেউ । মৃতার জ্যাঠা অখিল বিশ্বাসের দাবি, সবাই চলে গেলে পুলিশও আসবে না, সাংবাদিকরাও আসবেন না । তখন তাঁদের উপর হামলা চালানো হবে ৷ এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে সোহেল গোয়ালি ও তার বন্ধু প্রভাকর পোদ্দারকে গ্রেফতার করা হয়েছে । আজ তাদের রাণাঘাট মহকুমা আদালতে তোলা হবে । এই ঘটনায় ইতিমধ্যে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে । গতকাল বিজেপির মহিলা প্রতিনিধি দল মৃত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলতে গিয়েছিল । এ দিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari in Hanskhali) এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury in Hanskhali) যাওয়ার কথা রয়েছে হাঁসখালিতে । তৃণমূলের দাবি, এই ঘটনা নিয়ে অহেতুক রাজনীতি করে ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি ।
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.