Bolpur Handicraft Fair: নতুন বছরের প্রথম দিন থেকে বোলপুরে শুরু হচ্ছে হস্তশিল্প মেলা - বোলপুর হস্তশিল্প মেলা
🎬 Watch Now: Feature Video
নতুন বছরের প্রথম দিন থেকে বোলপুরে শুরু হচ্ছে হস্তশিল্প মেলা (Bolpur Handicraft Fair) । রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্প দফতরের উদ্যোগে শিবতলায় বিশ্ব ক্ষুদ্র বাজারে বসবে এই মেলা ৷ রাজ্যের সব জেলা থেকে প্রায় 450 জন শিল্পী এই মেলায় অংশ নিচ্ছেন তাঁদের পসরা নিয়ে ৷ এদিন এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । তিনি জানিয়েছেন, 16 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা (Handicraft fair in Bolpur is going to start from 1 January) ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST