International Yoga Day 2023: মার্কিন মুলুকে যোগ দিবস উদযাপনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন মোদি - PM Modi

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 21, 2023, 8:08 PM IST

নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলেন নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন ভারতের প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদিন মার্কিম মুলুকে যোগ দিবসের ইভেন্টে এত সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, এর আগে এত মানুষ পৃথিবীর কোনও জায়গায় একসঙ্গে যোগব্যায়াম করেননি ৷ যোগব্যায়ামে উপকারিতা, মানসিক ও শারীরিক দিক থেকে এর কী কী উপকার রয়েছে, আধ্যাত্মিকতার সঙ্গে এর কী সংযোগ, পুরো বিষয়টিই তুলে ধরতে পালিত হয় এই দিনটি। 2014 সালে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসম্বলিতে বিষয়টি তুলে ধরার পর থেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বেশি পরিচিতি পায় যোগব্যায়াম।

মোদি এদিন এক ভিডিয়ো বার্তায় বলেন, "প্রতিবছরই যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিই। কিন্তু এবার বিশেষ কিছু দায়িত্বের জন্য আমেরিকায় রয়েছি।" এরপরই তিনি জানান, সুস্থ শরীরের জন্য যোগাসন অত্যন্ত জরুরি। দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাষ্ট্রসংঘের সদর দফতরে যোগ কর্মসূচিতে অংশ নিয়েছেন শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী যোগ দিবসে বিভিন্ন জায়গায় গিয়ে যোগ সংক্রান্ত কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়াও রাষ্ট্রপতি ভবনে যোগ অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.