হৃদয়ে টিম ইন্ডিয়া, বিশ্বকাপ জয়ের আশায় গান বাঁধলেন শহরের একঝাঁক তরুণী - World Cup 2023

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 3:53 PM IST

World Cup Song By Young Women: ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে মহারণে নেমেছে ভারত ও অস্ট্রেলিয়া ৷ হাইভোল্টেজ ম্যাচে টসে হেরে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে রোহিত ব্রিগেড । আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে এই দুই দল । দেশবাসীর মধ্যে আবেগ ও উন্মাদনা চরমে ৷ শুধু আমেদাবাদ নয়, দেশজুড়ে মানুষ এ দিন মজেছে বিশ্বকাপ জ্বরে । আর কলকাতা তার থেকে পিছিয়ে থাকে কী করে ৷  

বিশ্বকাপ ফাইনালে ভারতকে সমর্থনের চিত্র ধরা পড়ল ইডেনে গার্ডেন্সের বাইরেও । ক্রিকেটের নন্দনকাননের সামনেই ভারতের সমর্থকরা ভিড় জমাল রবিবার ৷ তার মধ্যে দেখা মিলল একদল তরুণীর । যাঁরা গান গেয়ে ভারতীয় দলকে চিয়ার আপ করছেন । সেই গান বেঁধেছেন তাঁরাই ৷ এই দলের সদস্য রায়া চট্টোপাধ্যায় জানান, ফুটবল বিশ্বকাপের আগে লিওনেল মেসির জন্য তাঁরা গান বেঁধেছিলেন ৷ এবার ভারত ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ৷ তাই দেশের খেলোয়াড়দের শুভেচ্ছা জানাতে এই গান বাঁধলেন তাঁরা ৷  

এই বিশ্বকাপে দারুন ফর্মে রয়েছে ভারতীয় দলের খোলোয়াড়রা ৷ প্রতিটা ম্যাচেই জয়ের শিরোপা নিয়ে বিশ্বকাপের ফাইনালের মাঠে পৌঁছেছে ভারত । এবার তারা মুখোমুখি অস্ট্রেলিয়ার । গোটা দেশজুড়ে এ দিন গলিতে গলিতে জায়ান্ট স্ক্রিন লেগেছে । দুপুর হতেই মানুষ টিভির সামনে বসে পড়েছেন । অস্ট্রেলিয়াকে হারিয়ে 12 বছর পর বিশ্বজয় করবে ভারত, এমনই আশায় বুক বেঁধেছে সকলে ।  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.