Governor CV Ananda Bose: দুর্গা প্রতিমা নিরঞ্জন দেখতে বাবুঘাটে রাজ্যপাল বোস - durga puja 2023

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 11:01 PM IST

নিরাপত্তা এবং প্রতিমা বিসর্জনের বিষয়ে তিনি আধিকারিকদের সঙ্গে কথাও বলেন ৷ সকলকে বিজয় দশমীর শুভেচ্ছাও জানান। ইটিভি ভারতের তরফে তাঁকে বিজয় দশমী ও দশেরার শুভেচ্ছা জানানো হলে প্রত্যুত্তরে তিনিও ইটিভি ভারতকেও শুভেচ্ছা জানান। একইসঙ্গে পশ্চিমবঙ্গবাসীকে তিনি বিজয়র শুভেচ্ছা জানিয়ে শান্তি, ভালোবাসা ও সম্প্রীতির কথা বলেন।

দিনকয়েক আগেই বাবুঘাট-সহ কয়েকটি ঘাটে পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল করেন। প্রতিমা নিরঞ্জনের জন্য কী কী বন্দোবস্ত করা হয়েছে তা খুটিয়ে দেখেন। যে ঘটনার পুনরাবৃত্তি আজকেও দেখা গেল রাজ্যপালের বাবুঘাট পরিদর্শনে । দুর্গাপুজার ছুটিতে রাজভবনের কর্মী, আধিকারিকরা পরিবারের সঙ্গে উৎসব পালন করলেও বাইরে বেরিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ধারাবাহিকভাবে দুর্গাপুজার কয়েকটা দিন তিনি কলকাতার বিভিন্ন পুজা মন্ডপ এমনকী জেলাতেও কয়েকটি পুজোয় গিয়েছিলেন তিনি। অসহায় দুঃস্থ ফুটপাতবাসী থেকে শুরু করে বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের শিশুদের সঙ্গেও সময় কাটান তিনি । এরাজ্যে সিভি আনন্দ বোস রাজ্যপাল হয়ে আসার পর এটাই তাঁর প্রথম দুর্গাপুজো দেখা ৷ ফলে স্বাভাবিকভাবেই বাঙালির সেরা উৎসব চাক্ষুস করে দেখতে গত কয়েকদিনে বারবার রাজ্যপালকে রাজভবনের বাইরে দেখা গিয়েছে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.