Go Back Slogan to BJP MLA: কোচবিহারে গো-ব্যাক স্লোগান, কালো পতাকা বিজেপি বিধায়ককে - বিজেপি বিধায়ককে গো ব্যাক স্লোগান
🎬 Watch Now: Feature Video
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনা বাড়ছে পঞ্চায়েত এলাকাগুলিতে ৷ এবার বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে'কে উদ্দেশ্য করে গো-ব্যাক স্লোগান তৃণমূল কর্মীদের (Go Back Slogan to BJP MLA)। রবিবার সকালে কোচবিহারের ঘুঘুমারি পালপাড়া এলাকার ঘটনা। এদিন সকালে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে ঘুঘুমারি পালপাড়া এলাকায় দলীয় একটি কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন । সে সময় দূর থেকে গো-ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । সেইসঙ্গে দেখানো হয় কালো পতাকাও । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় টাপুরহাট ফাঁড়ির পুলিশ ৷ বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, " এলাকায় তৃণমূলের জনসমর্থন নেই। তাই এইসব করছে ৷" অন্যদিকে তৃণমূলের কোচবিহার-1 ব্লকের সভাপতি জ্যোতির্ময় দাস বলেন, "উনি বিধায়ক হওয়ার পর এলাকায় যাননি । তাই এদিন এলাকায় গেলে বাসিন্দারা বিক্ষোভ দেখান ।" এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে কালো পতাকা দেখানোর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটার বুড়িরহাট এলাকা । তৃণমূল- বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন। নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলাও চালানো হয়েছিল ।