Gita Jayanti Utsav: মহাসমারহে পালিত হল মায়াপুর ইসকনের গীতা জয়ন্তী উৎসব
🎬 Watch Now: Feature Video
মহাসমারোহে পালিত হল মায়াপুর ইসকন মন্দিরের (Mayapur ISKCON Temple) গীতা জয়ন্তী উৎসব (Gita Jayanti Utsav)। সাতদিনব্যাপী চলল এই অনুষ্ঠান । উৎসবের শুরুর দিন থেকে সমাপ্তির দিন পর্যন্ত ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো । এদিন হাজার হাজার ভক্ত সমবেত কন্ঠে গীতা পাঠ করেন। দেশ-বিদেশের সমস্ত ভক্তরাই সংস্কৃতে গীতা পাঠ করলেন মায়াপুর ইসকন মন্দিরে গীতা জয়ন্তী উৎসবের অনুষ্ঠান প্রাঙ্গণে । গীতা পাঠ ছাড়াও শেষদিনে ছিল একাধিক অনুষ্ঠান ও কর্মসূচি ।
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST