Ganga Erosion: সামশেরগঞ্জে গঙ্গা ভাঙন, এক রাতে তলিয়ে গেল 25-30টি বাড়ি! - গঙ্গা ভাঙন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 3:58 PM IST

সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন । ভাগীরথী নদীর গ্রাসে একাধিক বাড়ি ৷ বৃহস্পতিবার ভোর রাত থেকে গঙ্গা ভাঙ্গনের গর্ভে তলিয়ে গেল প্রায় 25-30টি বাড়ি। ঘরবাড়ি, টাকা পয়সা, কৃষি জমি থেকে শুরু করে সব কিছুই জলের তলায় ৷ শেষ সম্বল বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকাবাসী । 

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের উত্তর চাঁচন্ড গ্রামজুড়ে । ভাঙন আতঙ্কে ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গিয়েছে কয়েক'শ' পরিবার । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ উত্তর চাঁচন্ড গ্রামে ভয়াবহ গঙ্গা ভাঙন শুরু হয় । চোখের পলকে তলিয়ে যায় গঙ্গা তীরবর্তী এলাকায় প্রায় 25-30টি বাড়ি। প্রাণ বাঁচাতে বাড়ি ছেড়ে জীবন বাজি রেখে কোনওরকমে ঘরে ছেড়ে বেরিয়ে আসেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দার । উত্তর চাঁচন্ড গ্রামের মত ঘনবসতিপূর্ণ এলাকায় ভাঙন শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ এক গ্রামবাসীর কথায়, "টাকা পয়সা থেকে শুরু করে সব কিছুই নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে ৷ অথচ প্রশাসনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়নি তাদের বাঁচাতে ৷"   

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.