Fake Call Centre: লোন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, ধৃত 10 - Fraud Case Giving loan Arrest 10
🎬 Watch Now: Feature Video
গত অগস্ট মাসে এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন, 2 লক্ষ টাকা পার্সোনাল লোন করিয়ে দেওয়ার নামে একটি ফোন পান (Fake Call Centre) । তিনি রাজি হলে পরবর্তীতে তাঁকে ফোন মারফত জানানো হয় তাঁর লোন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে । তবে সেই লোনের টাকা তাঁকে নিতে গেলে আগে কনসালটেন্সি ফ্রি হিসাবে 25 হাজার 672 টাকা জমা করতে হবে ৷ তিনি সেই টাকা দিলেও লোনের টাকা আসে না । এরপর অভিযোগ পেয়ে পুলিশ রাহুল নাগ নামে এক যুবককে গ্রেফতার করে । সেই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে নিউটাউনের গ্যালেরিয়া বিল্ডিংয়ে একটি ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ৷ এই ঘটনায় 3 মহিলা-সহ মোট 10 জনকে গ্রেফতার করে ।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST