Explosion at Factory: মাঝরাতে জিন্স কারখানায় বিস্ফোরণে আহত চার শ্রমিক - আহত চার শ্রমিক
🎬 Watch Now: Feature Video
মাঝরাতে জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৷ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে চার শ্রমিক (Four workers injured in explosion at factory) ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কালিতলা আশুতি থানার অন্তর্গত চট্টা মাঝের পোল এলাকায় ৷ সূত্রের খবর, জব্বার শেখের জিন্স ওয়াশ কারখানায় শনিবার আনুমানিক রাত দু'টোর পর বিস্ফোরণটি হয় ৷ কেমিক্যালের ড্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে খবর। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে সংশ্লিষ্ট এলাকা। আওয়াজ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে আসে ৷ তারা এসে ওই কারখানার চার শ্রমিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ৷ প্রথমে তাঁদের উদ্ধার করে একটি স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁদের চিকিৎসা হয় ৷ কিন্তু একজন শ্রমিকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জানা গিয়েছে, আহত শ্রমিকদের প্রত্যেকেরই বাড়ি শিলিগুড়িতে । বিস্ফোরণের তীব্রতায় কারখানার সামনের অংশ ভেঙে যায় । রাতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কালিতলা আশুতি থানার পুলিশ । ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কারখানা-সহ ঘটনাস্থল সিল করে দেওয়া হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ । তবে এই ঘটনা সম্পর্কে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছে না। কিন্তু কী কারণে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ সকাল থেকে লোকজন ভিড় করে কারখানাটি দেখতে আসছে ৷ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারখানার বিভিন্ন সামগ্রী ৷ আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন ৷ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি ৷