World Wildlife Day: খুদে পড়ুয়াদের নিয়ে সুন্দরবনে বিশ্ব বন্যপ্রাণ দিবস পালন বন বিভাগের - World Wildlife Day
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17900992-thumbnail-4x3-bonno.jpg)
বন্যপ্রাণ দিবস উপলক্ষে কচিকাচা পড়ুয়াদের নিয়ে শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা করল দক্ষিণ 24 পরগনা বন বিভাগ ৷ ঝড়খালি রেঞ্জ ফরেস্টে পশ্চিমবঙ্গ বন দফতরের পক্ষ থেকে বিশ্ব বন্যপ্রাণ দিবসে সুন্দরবনের সাধারণ মানুষের কাছে বন্যপ্রাণ বাঁচানোর সচেতনতা সম্বন্ধে বার্তা পৌঁছে দিতে এই আয়োজন করে (World Wildlife Day in Sundarbans)৷ ঝড়খালি রেঞ্জ ফরেস্ট অফিস থেকে মিছিল করে ঝড়খালি জেটিঘাট পর্যন্ত বন বিভাগের কর্মীদের সঙ্গে এই শোভাযাত্রায় পড়ুয়াদের সঙ্গে পা মেলান স্থানীয় বাসিন্দা ও জেএফএমসি কর্মীরা । এদিনের মিছিল শেষে খুদে পড়ুয়াদের নিয়ে সুন্দরবনে ভ্রমণ করান বন বিভাগের কর্মীরা ৷ এছাড়াও বন্যপ্রাণ সম্বন্ধে তাদের মধ্যে সচেতনতাবোধ গড়ে তুলতে সুন্দরবনের বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতে তাদের নিয়ে যাওয়া হয় । এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করেন দক্ষিণ 24 পরগনা জেলার অতিরিক্ত বন বিভাগের আধিকারিক অনুরাগ চৌধুরী ৷ তিনি জানান, সুন্দরবন বিশ্বের মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য জায়গা করে রেখেছে বন্যপ্রাণ সংরক্ষণ ও বন্যপ্রাণী বৈচিত্রদের নিয়ে ৷ তাই এখানে নিয়ে আসা হয় পড়ুয়াদের ৷ যাতে তারা চোখের সামনে সবটা দেখে বুঝতে পারে বিষয়টি ৷