শীতের মরশুমে নতুন অতিথি রসিকবিলে, এল তিনটি চিতাবাঘ

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 5:28 PM IST

thumbnail

Rasikbeel Mini Zoo: শীতের মরশুমে নতুন অতিথি এল রসিকবিলে । রসিকবিল মিনি জু'তে তিনটি নতুন চিতাবাঘ আনা হল শনিবার । ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কের প্রাপ্তবয়স্ক পুরুষ চিতাবাঘ সোহেলের আগমন ঘটল রসিকবিল মিনি'জুতে । কয়েক বছর ধরে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে মাদী চিতাবাঘ হর্ষিণীর সঙ্গে তার সংসার ছিল । তাদের রয়েছে সুলতান, শাহজাদর মতো সন্তানও । শনিবার জঙ্গলমহলের ঝাড়গ্রাম থেকে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার রসিকবিল মিনি'জুতে নিয়ে আসা হয় তাদেরও । রসিকবিল মিনি জু'য়ের মাদী চিতাবাঘ রিমঝিম, গরিমার সঙ্গে এক ডেরাতেই থাকবে ওরা ।  

এ দিন তাদের নিয়ে আসার সময় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল বন বিভাগ । নতুন অতিথিদের রসিকবিলে আসায় খুশির হাওয়া বইছে গোটা এলাকায় । পাশাপাশি সাজানো হয়েছে 'নাইট শেল্টার'। প্রায় এক হেক্টর এলাকা জুড়ে তৈরি তারজালির ঘেরাটোপ দেওয়া চিতাবাঘ উদ্ধার কেন্দ্রের ডেরায় তৈরি হচ্ছে নতুন বিশ্রাম স্থানের পরিকাঠামো । শনিবার ওই তিনটি চিতাবাঘের সঙ্গে ঝাড়গ্রাম চিড়িয়াখানার রেঞ্জ অফিসার অতুলপ্রসাদ দে, এক প্রাণী চিকিৎসক-সহ মোট পাঁচজন কোচবিহারের রসিকবিলে এসে পৌঁছন । পর্যটনের মরশুমে চিতাবাঘদের দেখতে ভিড় হবে বলে আশাবাদী কোচবিহার বনবিভাগের এডিএফও বিজন নাথ ।  

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.