Firhad Slam Central: 'উপরে চকচকে বন্দে ভারত, আর ভেতরে মানুষকে মেরে দাও', কটাক্ষ ফিরহাদের
🎬 Watch Now: Feature Video
"এখন শুধু উপরে চকচকে বন্দে ভারত, আর ভেতরে মানুষকে মেরে দাও"-কেন্দ্রীয় সরকারকে এই ভাষাতেই কটাক্ষ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ শুক্রবার ওড়িশার বাহানগা এলাকায় করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ৷ শনিবার আহতদের বিশেষ ট্রেনে করে হাওড়ায় নিয়ে আসা হয় ৷ এদিন হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷
সেখান থেকেই তীব্র ভাষায় প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, "এক সময়ে যাত্রী সুরক্ষার কথা ভেবে রেল বাজেট হত ৷ আলাদা করে রেলের যাত্রী সুরক্ষা-সহ অন্যান্য বিষয়গুলোকে নিয়ে পরিকল্পনা করা হত । এখন আর হয় না। এই ঘটনার জন্য মোদি সরকার দায়ী । এখন শুধু উপরে চকচকে বন্দে ভারত, আর ভেতরে ভারতের মানুষকে মেরে দাও ।"
তিনি আরও জানান, হাওড়া স্টেশনে আসা যাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে । মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অল্প আহতদের প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বাড়ির পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে ৷ এই দুর্ঘটনায় বহু মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন বলেও উল্লেখ করেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।