প্রগতি ময়দান থানা এলাকার কারখানায় আগুন
🎬 Watch Now: Feature Video
Fire Breaks Out in a Factory: পুরনো প্লাস্টিকের গোডাউনে আগুন । মঙ্গলবার গভীর রাতে প্রগতি ময়দান থানার বাসন্তী হাইওয়ের কাছে কয়লা ডিপো এলাকার একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে । দমকলের 11টি ইঞ্জিন দীর্ঘ কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷
জানা গিয়েছে, বাসন্তী হাইওয়ে এলাকায় দীর্ঘদিন ধরে এই কারখানাটি আছে ৷ কারখানাটি পরিত্যক্ত অবস্থায় ছিল ৷ বুধবার হঠাৎই কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানয়ী লোকজন ৷ তাঁরাই প্রগতি ময়দান থানায় খবর দেন ৷ কারখানায় আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকলের আধিকারিকরা ৷ দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান ৷ প্রথমে দমকলের একটি ইঞ্জিন এলেও পরে আরও কয়েকটি ইঞ্জিন আসে ৷ 11টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশ সূত্রে খবর, কারখানাটি পরিত্যক্ত ৷ তবে কারথানার মধ্যে বিদ্যুৎ সংযোগ ছিল কি না, তা জানা যায়নি ৷ তাই আগুন কীভাবে লাগল তা বলতে পারেননি দমকলের আধিকারিকরা ৷ পরিত্যক্ত কারখানায় কোনও শ্রমিক কাজ করত না ৷ তাই হতাহতের কোনও খবর নেই ৷