Haldia Fire Incident: ভর সন্ধেয় কারখানা সংলগ্ন জঙ্গলে আগুন, ঘটনাস্থলে দমকলের 8টি ইঞ্জিন - Indorama India Private limited
🎬 Watch Now: Feature Video
জঙ্গলে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল শিল্পশহর হলদিয়ায় (Haldia News)৷ শুক্রবার সন্ধে সাতটা নাগাদ আগুন লাগে ইন্দরামা কারখানা সংলগ্ন জঙ্গলে আগুন লেগে যায় (Indorama India Private Limited)৷ কিছু বুঝে ওঠার আগেই আগুনের ফুলকি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় দুর্গাচক থানার পুলিশ । আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে দমকলের আটটি ইঞ্জিন এসে তা নেভানোর কাজ শুরু করে । বেশ কয়েকঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করার পর তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ৷ কারখানার কিছুটা দূরে হোগলা মজুত ছিল । সেখানে আগুন লাগে প্রথমে ৷ তারপর তা ছড়িয়ে পড়ে ৷ যদিও অগ্নিকাণ্ডের ফলে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । তবে ঠিক কী কারণে এই আগুন লাগল তার তদন্ত শুরু করেছে প্রশাসন । এই বিষয়ে সূতাহাটা থানার এক পুলিশ আধিকারিক জানান, ঠিক কী কারণে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনাস্থল থেকে মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ।