World Cup Fever: খাবারের স্বাদের সঙ্গে লাইভ ম্যাচ, ফুটবল থিমে সেজেছে শিল্টনের রেস্তরাঁ - শিল্টন পাল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 26, 2022, 10:27 PM IST

Updated : Feb 3, 2023, 8:33 PM IST

20 নভেম্বর থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ ৷ কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেই আবহে ব্যারাকপুরে নিজের রেস্তরাঁকে ‘ফুটবল থিমে’ সাজিয়েছেন প্রাক্তন মোহনবাগান গোলকিপার শিল্টন পাল (Shilton Paul Restaurant) ৷ আর বিশ্বকাপ আবহে প্রাক্তন ফুটবলারের রেস্তরাঁয় ফুটবলের ছোঁয়া থাকবে না, তা হয় না ৷ বিশ্বকাপে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা, জার্সি এবং তারকা ফুটবলারদের কাট আউট ও মডেলে সাজানো হয়েছে রেস্তরাঁ ৷ টুর্নামেন্টে অংশ নেওয়া 10টি দেশের নামে খাবারের নামকরণও করা হয়েছে ৷ আর সেই খাবারের গুণমান ও স্বাদ বাঙালির গ্রাহকদের কথা মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে শিল্টন পালের রেস্তরাঁয় ৷ খাবারের স্বাদ উপভোগের পাশাপাশি খেলাও দেখতে পারবেন গ্রাহকরা (World Cup Fever) ৷ প্রিয় দলকে রেস্তোরাঁতে বসেই সমর্থন করতে পারবেন সকলে ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.