গঙ্গাসাগর, 7 জানুয়ারি: সাগর, সুবিস্তৃত জলরাশি, ঝাউয়ের সারি - এরই মাঝে কয়েকজন সকালের সূর্যকে সাক্ষী রেখে ভস্ম বিসর্জন দিচ্ছিলেন গঙ্গার মোহনায় । তাঁদের মুখ ভার । সূর্য প্রণামের পর তাঁরা বলছিলেন, ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচারের কথা । কেউ আবার একই আর্তি নিয়ে করছেন নাম সংকীর্তন ৷ সাম্প্রতিক সময়ে একের পর এক ঘটনা অনেকেরই উদ্বেগ বাড়িয়েছে । অনেকের পরিজনও আছেন ওপারে । তাই তাঁরা চান, ওপার বাংলায় হিন্দু সনাতনীরা ভালো থাকুন । মা গঙ্গার কাছে তাঁদের আবেদন, 'ওপার বাংলার হিন্দুদের ভালো রেখো মা' ।
গত কয়েক মাস ধরে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের খবর একরকম রোজ নামচায় পরিণত হয়েছে । কোনও কোনও সংগঠন, রাজনৈতিক দল এর প্রতিবাদও করছে । কিন্তু যাঁরা সাধারণ মানুষ, তাঁদের মনে যে এর প্রভাব অন্তহীন, তা বোঝা গেল মঙ্গলবার গঙ্গাসাগরের বেলাভূমিতে দাঁড়িয়েই । জানা গেল, ওপার বাংলার হিন্দুদের ভালো থাকার আর্তিতে এপার বাংলায় কোথাও চলছে যজ্ঞ, কোথাও চলছে বাংলাদেশে থাকা হিন্দুদের শান্তি কামনায় নাম সংকীর্তন, কোথাও আবার হয়েছে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ । আর যাঁরা এসব করছেন তাঁরা কেউ ধর্মপ্রিয় ব্রাহ্মণ, আবার কেউ সাধারণ মানুষ ।
এদিন সাগরের বেলাভূমিতে আকস্মিক দেখা হয়ে যায় তিনজন ব্রাহ্মণের সঙ্গে । তাঁরা সাগরের মোহনায় এসেছিলেন যজ্ঞ ভস্ম বিসর্জন দিতে । গত রাতে সারারাত ধরে সাগরেরই কোনও স্থানে তাঁরাই করেছেন লঙ্কা যজ্ঞ । মূলত এক কুইন্টাল 11 হাজার লঙ্কাকে যজ্ঞের অগ্নিতে আহুতি দিয়ে বাংলাদেশে থাকা সনাতনী হিন্দুদের মঙ্গল কামনা করেছেন তাঁরা । রাত শেষে প্রথম সূর্যকে সাক্ষী রেখে তাঁরাই মা গঙ্গায় ভাসিয়েছেন সেই যজ্ঞের পবিত্র ভস্ম ।
এদিন তাঁদের সঙ্গে কথা বলতে গেলে, প্রথমে এড়িয়ে যেতে চেয়েছিলেন তাঁরা । এর পেছনে কারণ অবশ্য একটা আছে, যেভাবে সাম্প্রতিক অতীতে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে, তার অংশীদার হতে চাননি তাঁরা । যখন শেষ পর্যন্ত তাঁদের নাম গোপনের আশ্বাস দেওয়া হল তখন বললেন, ওপার বাংলায় ভালো নেই হিন্দুরা । এপার বাংলায় বসে তা মেনে নিতে পারছেন না তাঁরা অনেকেই । ভগীরথ মা গঙ্গাকে মর্ত্যে আনতে এই গঙ্গাসাগরকে বেছে নিয়েছিলেন । যে মা গঙ্গা গোটা বিশ্বে তার পবিত্র ধারা দিয়ে শান্তি স্থাপন করেন, তিনিই তাঁদের রক্ষা করুন - এটাই আর্তি ।
শুধু এঁরাই নন, এই বেলাভূমিতে ঘুরতে ঘুরতেই দেখা হয়ে গেল আরও দুই পুরোহিতের সঙ্গে । তাঁদের একজনের নাম নাড়ুগোপাল পণ্ডা, অন্যজন পূর্ণেন্দু মাইতি । তাঁরা বলছিলেন, "রোজদিন সংবাদমাধ্যম খুললেই শুনছি যে ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে । গতকাল মুখ্যমন্ত্রী তো নিজেও বললেন, এখান থেকে যে মৎস্যজীবীদের ধরা হয়েছিল, তাঁদেরও নাকি মারা হয়েছে । দেখুন, আমরা সাধারণ পুরোহিত । গঙ্গাসাগরে যাঁরা আসেন তাঁদের নিকট আত্মীয়ের আত্মার উদ্ধারের জন্য তর্পণ করি । কখনও বা সংসারিক শান্তির জন্য মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করি । আমাদের তো এর চেয়ে বেশি ক্ষমতা নেই । কাজেই আমরাও একইভাবে ওপার বাংলার হিন্দুদের কথা ভেবে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছি । চাহিদা একটাই, ওঁরা ভালো থাকুন ।"
এদিন গঙ্গাসাগরেই সাক্ষাৎ হয়ে যায়, পশ্চিম মেদিনীপুর থেকে আসা একটি কীর্তনীয়া দলের সঙ্গে । দেখা যাচ্ছিল, বেলাভূমিতে বসে তাঁরা সংকীর্তন করছেন । তাঁদের সঙ্গে কথা বলতেই বেরিয়ে এল আসল সত্যটা । তাঁরাও বললেন, বাংলাদেশে থাকা হিন্দুদের মঙ্গল কামনায় এই নাম সংকীর্তন করছেন তাঁরা । ওই দলের এক সদস্য সনৎ মিশ্র তুলে ধরেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের কথা । কাতর স্বরে তিনি বলেন, "জানেন তো, ওই মানুষগুলোর জন্য মন কাঁদছে আমাদের ।"