Fake Tender: সরকারি জমি বিক্রির ভুয়ো টেন্ডার ও বিজ্ঞাপন ঘিরে চাঞ্চল্য শহরে - সরকারি জমি বিক্রির টেন্ডার

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 3, 2023, 6:09 PM IST

সরকারি জমি বিক্রির টেন্ডার ও বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছে এলাকা ৷ তবে এই বিজ্ঞাপন সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন বিভাগের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী । শিলিগুড়ির সংলগ্ন মাটিগাড়া এলাকার ঘটনা ৷ ঘটনাটি নজরে আসতেই চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায় ৷ ইতিমধ্যেই এসজেডিএকে কর্তৃপক্ষেপ তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ৷   

জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকায় একটি শপিংমল আছে ৷ তার বিপরীতে আছে পূর্ত দফতরের তিন হেক্টর জমি ৷ কয়েক বছর আগে উন্নয়নমূলক প্রকল্পের জন্য এসজেডিএকে জমিটি হস্তান্তর করা হয়েছিল । এই জমিটিরই টেন্ডার ডেকে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে শহর জুড়ে ৷ অথচ সরকারের পক্ষ থেকে এইরকম কোনও বিজ্ঞাপন দেওয়া হয়নি বলে জানানো হয়েছে ৷ ঘটনাপ্রসঙ্গেই, শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন বিভাগের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, "সম্প্রতি মাটিগাড়া এলাকায় একটি শপিং মলের উলটো দিকে একটি সরকারি জমি বিক্রি করার বিজ্ঞাপন দেখা যাচ্ছে  শহরে । যেখানে বলা হয়েছে এই জমি টেন্ডার করে বিক্রি করা হবে । কিন্তু সরকারের পক্ষ থেকে এভাবে কখনোই জমি বিক্রি করা হয় না । এই বিজ্ঞাপন সম্পূর্ণ ভুয়া ।" এটি একটি ফাঁদ, ওই ফাঁদে যাতে কেউ পা না দেয় তার আবেদন করেছেন চেয়ারম্যান ৷ পাশাপাশি পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ কে বা কারা এই বিজ্ঞাপন দিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। 
 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.